বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির
Published : Wednesday, 2 July, 2025 at 6:00 AM, Count : 302

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।ছবি: সংগৃহীত





জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচনের আগে সংস্কার সম্পন্নের দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

এর আগে, বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্রের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন রিফাত রশীদ, সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং মুখপাত্র হন সিনথিয়া জাহিন আয়েশা।

অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপদ্ধতি, তিনটি বিশেষায়িত কমিটির দায়িত্ব-কার্যক্রম এবং বাংলাদেশ ২.০-কে ভিত্তি ধরে উপস্থাপন করা হয় খসড়া ইশতেহার, যার মূল প্রতিপাদ্যের মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষা, নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন আয়োজন, আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও কল্যাণকর নীতি প্রণয়ন ও বিশ্বব্যাপী ন্যায্য কূটনীতি প্রণয়ন।

একইসঙ্গে সম্মেলনে লিঁয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা কমিটি, জুলাই শোক ও স্মৃতি উদ্‌যাপন কমিটি-এই তিন বিশেষায়িত কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, গণ-অভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি ও অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় রিফাত রশিদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষিত এক দফা ছিল শুধু রেজিম পরিবর্তন নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, ‘বাংলাদেশ ২.০’ গড়ার ঐতিহাসিক ভিত্তি তৈরি হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। তবে এখন ‘সাংবিধানিক ধারাবাহিকতা’র নামে সেই ঐতিহাসিক অর্জনকে পুরোনো রাষ্ট্রব্যবস্থার মধ্যে আত্মসাৎ করার চেষ্টা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করেছে, তারা এ প্রক্রিয়া মেনে নেবে না এবং গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নতুন সংবিধান ও রাষ্ট্র বিনির্মাণের রাজনীতিকে বেগবান করবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইনামুল জাসান, সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম এবং মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশাও উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com