বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
আইএফআইসি ব্যাংকে আবারও উত্তাল কর্মসূচি
Published : Wednesday, 2 July, 2025 at 6:00 AM, Count : 167

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান ও মানববন্ধন করেছেন আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকালে রাজধানীর পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

বক্তব্যে তারা বলেন, “২০২১ সাল থেকে আমরা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। তৎকালীন সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক এমডি শাহ আলম সারোয়ারের হস্তক্ষেপে আমরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছি।”

তারা অভিযোগ করেন, সর্বশেষ আন্দোলনের পর বর্তমান এমডি মনসুর মোস্তফা চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, যার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। এমডির অনুরোধে তারা ৪০৩টি পুনর্বহালের আবেদন জমা দিয়েছেন এবং সেগুলোর রিসিভ কপিও তাদের কাছে রয়েছে।

তাদের প্রধান দাবিগুলো হলো:

১. সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা।

২. যাদের চাকরিতে ফেরার বয়সসীমা পেরিয়ে গেছে, তাদের ক্ষতিপূরণ বা অন্যান্য বেনিফিট প্রদান।

৩. বাংলাদেশ ব্যাংক যেন কোনো একতরফা প্রতিবেদন না দেয়, এবং চাকরিচ্যুতদের সঙ্গে যোগাযোগ করে বাস্তবতা যাচাই করে রিপোর্ট দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন:

সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ মো. আইয়ুবুর রহমান

প্রিন্সিপাল মোহাম্মদ দেলোয়ার হোসেন

সিনিয়র অফিসার মো. মুর্শেদুল আলম তালুকদার

মো. দেলোয়ার হোসেন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com