বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
আবারও পর্তুগাল কোচকে আক্রমণ রোনালদোর বান্ধবীর
Published : Sunday, 11 December, 2022 at 6:00 AM, Count : 187

বর্তমান ডেস্ক: মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন শেষ বিশ্বকাপ খেলতে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে প্রথম একাদশেই রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। গত রাতে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আবারও কোচের দিকেই আঙুল তুললেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

ইনস্টাগ্রামে রোনালদোকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, 'তোমার বন্ধু তথা কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এক সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামিয়েছে।  কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপরই সবকিছু বদলে যায়। ' সান্তোসকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, 'তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি। '

এর আগে কোয়ার্টার ফাইনালের পর ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছিলেন, 'পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় সবাই একজনকেই খুঁজছিল। এটা লজ্জার যে, পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা দর্শকরা পুরো ৯০ মিনিট দেখতে পেল না! ভক্তরা তোমার (রোনালদো) জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব। '



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com