শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
মিল্ক পুডিং রেসিপি
Published : Monday, 27 March, 2023 at 6:00 AM, Count : 173

বর্তমান ডেস্ক: ইফতারে একটু ডেজার্ট রাখলে মন্দ হয় না। স্বস্তি মেলে এমন একটি খাবার হচ্ছে মিল্ক পুডিং। সহজ কিছু উপাদানে তৈরি এটি তৈরি করা যায়। রইল রেসিপি।

উপকরণ: আগার আগার পাউডার- এক টেবিল চামচ, পানি- আধা কাপ, চিনি- আধা কাপ, এলাচ- চারটি।

পুডিং জেলো তৈরির জন্য:  পানি- দেড় কাপ, চিনি- আধা কাপ, ফুড কালার- পছন্দের রঙ (কয়েক ফোঁটা), আগার আগার পাউডার- এক টেবিল চামচ।

প্রণালি:  চুলায় একটি পাত্র দিয়ে দুধ জ্বাল দিন। শুরুতে এলাচ দিন। এতে সুন্দর ঘ্রাণ ছড়াবে। দুধে বলক আসলে আধা কাপ চিনি মিশিয়ে নিন। কেউ চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর তিন মিনিট জ্বাল দিয়ে এলাচগুলো তুলে ফেলুন। একটি বাটিতে অল্প পানির সঙ্গে আগার আগার পাউডার মিশিয়ে দুধে মিশিয়ে নিন। বার বার নাড়তে থাকুন। কয়েক মিনিট পর নামিয়ে গরম থাকতেই সার্ভিং ডিশে ঢেলে ঠাণ্ডা করে নিন।

অন্য আরেকটি পাত্রে দেড় কাপ পানি নিয়ে আধা কাপ চিনি দিন। আগার আগার পাউডার দিয়ে বার বার নাড়তে থাকুন। ফুড কালার মেশান। বলক আসলে আরো তিন মিনিট অপেক্ষা করুন। কিছুটা ঘন হলে নামিয়ে দুধের পুডিংয়ের ওপর ঢেলে দিন। ফ্রিজে রেখে দিন জমাট বাধার জন্য। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com