মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ২৩ আশ্বিন ১৪৩১
শান্তকে প্রধান উপদেষ্টার ফোন, সংবর্ধনা পাবে বাংলাদেশ দল
Published : Tuesday, 3 September, 2024 at 6:00 AM, Count : 126

বর্তমান প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পর পরই তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মুঠোফোনে পুরো দলকে অভিনন্দন জানান। এ সময় দেশে ফিরলে পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান তিনি।

পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে। প্রথম টেস্টও জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। তাতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়েছে লাল-সবুজ দল। ফোন করে প্রধান উপদেষ্টা নাজমুল হোসেন শান্তকে বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিততে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লিটন দাস। ১৩৮ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা তিনি। সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৫৫ রানের পাশাপাশি তার সংগ্রহ ১০ উইকেট।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft