বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
সাফজয়ী দলকে পুরস্কৃত করবে বিসিবি
Published : Thursday, 31 October, 2024 at 6:00 AM, Count : 159

বর্তমান প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য সব ফেডারেশন ও ক্রীড়াবিদদের পাশে থাকার রেওয়াজ বেশ পুরোনো। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা। সেবার ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। বুধবার নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের অনন্য এই কীর্তির জন্য এবারও পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যদিও টাকার অংক জানাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’

গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার টাকার অংক কত হবে সেটা খোলাসা করেননি ফারুক। তিনি বলেছেন, ‘(পুরস্কারের) পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com