শিরোনাম: |
সাফজয়ী দলকে পুরস্কৃত করবে বিসিবি
|
![]() কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’ গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার টাকার অংক কত হবে সেটা খোলাসা করেননি ফারুক। তিনি বলেছেন, ‘(পুরস্কারের) পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।’ |