বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে
Published : Wednesday, 9 July, 2025 at 6:00 AM, Count : 244

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে

কাঁদলেন হাসনাত, কাঁদালেন হাজারও মানুষকে


নাটোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নাটোরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কান্নার ভাইরাল ছবি এবং ভিডিও কাঁদিয়েছে হাজারও মানুষকে।

দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভা শেষে বিকালে শহরের একটি রেস্টুরেন্টে তারা মতবিনিময় করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া নাটোরের আটজনের পরিবার ও আহতদের সঙ্গে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে শুনতে অঝোরে কাঁদতে থাকেন হাসনাত আবদুল্লাহ। সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট নাটোরে নিহত কলেজছাত্র শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অঝোরে কাঁদতে থাকেন। একপর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে ধরে থাকেন। শত শত মানুষ এই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। হাজারও মানুষ করেছেন নানা গঠনমূলক মন্তব্য। বেশির ভাগ মানুষ তাদের জন্য দোয়া করেছেন।

অনেকে মন্তব্য করেছেন, ‘যে পুরুষ অন্যের সন্তান হারানোর বেদনার কথা শুনে এভাবে অঝোরে কাঁদেন তিনি কখনো খারাপ মানুষ হতে পারেন না।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com