বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনো খোলা : বাণিজ্যসচিব
Published : Wednesday, 9 July, 2025 at 6:00 AM, Count : 160

মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনো খোলা : বাণিজ্যসচিব

মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনো খোলা : বাণিজ্যসচিব






বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনো খোলা আছে।’ এই আলোচনা থেকে আরো ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন এবং বিমানসহ বিভিন্ন মার্কিন পণ্যের ওপর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। সে অনুযায়ী, বাংলাদেশ আরো বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে।
বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও আমেরিকাকে গুরুত্ব দেবে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়া বা গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।’ তবে তিনি দ্বিপক্ষীয় শুল্ক আলোচনার দরজাও খোলা রেখেছেন এবং চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com