শিরোনাম: |
রিশা হত্যা মামলায়: ছয় দিনের রিমান্ডে ওবায়েদুল
|
![]() এ আদালতের নারী ও শিশু নির্যাতন মামলা সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, রিশার মায়ের দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়েছে। মামলার তদন্তকর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন বৃহস্পতিবার আসামি ওবায়েদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। সেই সঙ্গে এ মামলায় হত্যার ধারা যুক্ত করার অনুমতি চান তিনি। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। ওবায়েদের সঙ্গে আর কারা এ ঘটনায় জড়িত তা জানার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আর্জিতে জানান তিনি। আসামি ওবায়েদের পক্ষে এ সময় আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তার জামিনেরও কোনো আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করার পাশাপাশি ৩০২ ধারা যুক্ত করার অনুমতি দেন। |