বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
ধানমন্ডিতে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 357

বর্তমান প্রতিবেদকঃ ঢাকার ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। মঙ্গলবার সকালে এ ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। তিনি বলছেন, ভোর ৬টার দিকে পল্টন এলাকায় সন্দেহভাজন একটি গাড়িকে ধাওয়া করার মধ্য দিয়ে ঘটনার শুরু। নানা এলাকা ঘুরে তার শেষ হয় ধানমন্ডিতে। সাদা রঙের একটি টয়োটা গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পল্টন এলাকায় পুলিশ থামার সঙ্কেত দেয়।

চালক না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে টহল পুলিশের গাড়ি পিছু নেয়। এরপর কলাবাগান ও নিউ মার্কেট এলাকা ঘুরে ধানমন্ডির ৩ নম্বর রোডে পৌঁছানোর পর পুলিশের গাড়ি ওই গাড়ির পথ আটকে দেয় বলে জানান ওসি। তখন ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে।

এ সময় দুজন গুলিবিদ্ধ ও আরেকজনকে পুলিশ ধরে ফেলে। ওসি আবু বকর সিদ্দিক জানান, সাগর ও হজরত আলী নামের গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক সাগরকে মৃত ঘোষণা করেন। সাগরের বুকে ও হজরত আলীর পায়ে গুলি লেগেছিল বলে জানান তিনি। গ্রেফতার আরেকজনের নাম আবুল বাশার।

তিনি আগেও ছিনতাইয়ের অভিযোগে শাহবাগে পুলিশের হাতে ধরা পড়েছিল। কিন্তু পরে জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান বলে ওসির ভাষ্য। ওই দলটি সকালে কোনো ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল কি-না জানতে চাইলে ওসি বলেন, ইডেন কলেজের এক ছাত্রী রিকশায় করে কল্যাণপুরে যাওয়ার সময় ধানমন্ডি এলাকায় ওই রকম একটি গাড়ি থেকে তার ব্যাগ ছিনিয়ে নেয়া হয় বলে পুলিশ জানতে পেরেছে।

ওই ছাত্রীকে পেলে তার সঙ্গে কথা বলে আমরা বিস্তরিত জানতে পারব। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান , এই চক্রটি বেশ কিছুদিন ধরে গাড়িতে করে বিভিন্ন যাত্রীর ব্যাগ ছিনতাই করে আসছিল। ওই গাড়ির ভেতরে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ এবং ছুরি-চাপাতির মতো ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে জানান তিনি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com