শিরোনাম: |
আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন, দগ্ধ ৩১
|
একটি অসমর্থিত সূত্র জানান, আকস্মিক আগুন লাগার পরই গেট বন্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেনি। এদিকে স্থানীয় লোকজন বলেন, এই আগুনে আটকাপড়ে চারজন নিহত হয়েছেন। কিন্তু এ ব্যাপারে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। সাভার থানা পুলিশ বলেছে, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কালার ম্যাচ বিডি লিমিটেড গ্যাস লাইটার তৈরির কারখানায় বিকেলে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কমপক্ষে ৩১ নারী শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ডিইপিজেড, উত্তরা, সাভার, ধামরাই থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, কারখানায় গ্যাস মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ভেতরে কেউ আটকা পড়েছে কি-না সেটি সার্চ করা হচ্ছে। কেউ নিহত হয়েছে কি-না তাত্ক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি।্ল |