শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন, দগ্ধ ৩১
Published : Tuesday, 22 November, 2016 at 6:00 AM, Update: 22.11.2016 9:15:01 PM, Count : 324

বর্তমান প্রতিবেদক : সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লেগেছে এতে অন্তত ৩১ জন দগ্ধ হয়েছেন গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে কালার ম্যাচ বিডি লিমিটেড (সিএমএল) নামক কারখানাটিতে আগুনের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে কারখানায় কর্মরত শ্রমিকরা চারদিকে ছোটাছুটি করতে থাকে এতে অন্তত ৩১ জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া বেশকিছু শ্রমিক নিখোঁজ রয়েছে

একটি অসমর্থিত সূত্র জানান, আকস্মিক আগুন লাগার পরই গেট বন্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেনি এদিকে স্থানীয় লোকজন বলেন, এই আগুনে আটকাপড়ে চারজন নিহত হয়েছেন 

কিন্তু এ ব্যাপারে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি সাভার থানা পুলিশ বলেছে, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কালার ম্যাচ বিডি লিমিটেড গ্যাস লাইটার তৈরির কারখানায় বিকেলে আগুন লাগে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন  এ ঘটনায় কমপক্ষে ৩১ নারী শ্রমিক দগ্ধ হয়েছে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আগুন নেভাতে গিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ডিইপিজেড, উত্তরা, সাভার, ধামরাই থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, কারখানায় গ্যাস মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ভেতরে কেউ আটকা পড়েছে কি-না সেটি সার্চ করা হচ্ছে কেউ নিহত হয়েছে কি-না তাত্ক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি্ল



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com