শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
গিনেস বুকে কম উচ্চতার দম্পতি
Published : Tuesday, 22 November, 2016 at 6:00 AM, Count : 263

বর্তমান ডেস্ক : দুজনের উচ্চতাই অনেক কম তবে কম উচ্চতা হলেও দমে যাননি এ নব দম্পতি উচ্চতায় কম হলেও স্বপ্ন তাদের অনেক বড় আট বছর প্রেম করে বিয়ে হয়েছে এ দুজনের মধুর সময় আরও আনন্দময় হয়ে উঠেছে ব্রাজিলের এ দম্পতির বিশ্বে তারাই এখন সব থেকে ছোট বিয়ে করা জুটি তাদের নাম এখন গ্রিনেজ বুকে

ব্রাজিলের ৩১ বছর বয়সী পাওলো গাব্রিয়েল ডা সিলভা বারোসের উচ্চতা ৩৫ দশমিক ৫৪ ইঞ্চি এবং তার ২৮ বছর বয়সী স্ত্রী কাটেছিয়া লিউ হোসিনো বারোসের উচ্চতা ৩৫ দশমিক ৮৮ ইঞ্চি তাদের দুজনের উচ্চতা ৭১ দশমিক ৪২ ইঞ্চি  গ্রিনেজ বুকে এই জুটির আগে ব্রাজিলেরই নাগরিক ডগলাস মেইস্ট্রি ব্রেগার ডা সিলভার এবং তার স্ত্রী ক্লাউডিয়া পেরেইরা রোছা ছিলেন বিশ্বে সব থেকে ছোট দম্পতি  বারোস দম্পতি দীর্ঘ প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক শেষে আনুষ্ঠানিক বিয়ের পর পেয়ে যান বিশ্ব রেকর্ড 

এ বছরের ১৭ নভেম্বর বারোস দম্পতির জন্য ছিল মহানন্দের দিন কারণ, এই দিনেই তারা গিনেজ বুকে নাম ওঠার বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পান যদিও তারা গত চার বছর ধরে বিশ্ব বেকর্ডের এই স্বীকৃতির দাবি করে আসছিলেন কিন্তু তাদের আনুষ্ঠানিক বিয়ের পরই তাদের দেয়া হয় এ স্বীকৃতি  এই দম্পতি গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের বরাত দিয়ে এক বিবৃতিতে বলেন,  গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ডে উপলক্ষে আমাদের এই বিশ্বরেকর্ড উদযাপন করতে পেরে আমরা খুব সুখী



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com