শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
মধ্য আমেরিকায় ঝড়ের আঘাতে ৩ জনের মৃত্যু
Published : Wednesday, 23 November, 2016 at 6:00 AM, Count : 405

বর্তমান ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় শক্তি সঞ্চয় করে হারিকেনের রূপ নিচ্ছে মঙ্গলবার থেকে ঝড়টি মধ্য আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে এ প্রাকৃতিক দুর্যোগের কারণে পানামায় ৩ জনের মৃত্যু হয়েছে ঝড়ের আঘাতের আশঙ্কায় কোস্টারিকা ও নিকারাগুয়ার উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, দ্বীপগুলোর দিকে অগ্রসর হওয়ার আগে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ওত্তো শক্তি সঞ্চয় করছে ঝড়টি ঘণ্টায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) বেগে ধেয়ে আসছে মঙ্গলবার রাতে ঝড়টি হারিকেনে পরিণত হবে এবং আজ বৃহস্পতিবার ঘণ্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) বেগে নিকারাগুয়া ও কোস্টারিকায় আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হারিকেন কেন্দ্রটি সতর্ক করে জানিয়েছে, ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পানামা, কোস্টারিকা ও নিকারাগুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোস ডোনডেরিস বার্তা সংস্থা এএফপিকে জানান, পানামায় ওত্তোর প্রভাবে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়েছে এ সময় ভূমিধস ও গাছে চাপা পড়ে ৩ জন প্রাণ হারিয়েছেন তিনি আরও বলেন, রাজধানীর পশ্চিমাঞ্চলে ভূমিধসে ৯ জন চাপা পড়ে এদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও দুর্ভাগ্যজনকভাবে দুজন মারা যায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে ডোনডেরিস জানান, অপর একটি ঘটনায় রাজধানীতে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের আঘাতে এক কিশোর মারা গেছেন এ সময় ছেলেটি তার মায়ের সঙ্গে স্কুলের বাইরে একটি গাড়িতে বসেছিল গাছটি গাড়ির ওপর পড়ে এ ঘটনার তার মা জীবিত রয়েছেন কাউন্টির কর্তৃপক্ষ সবগুলো স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গতকাল বুধবার সরকারি কর্মীদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ কোস্টারিকা কর্তৃপক্ষ হতাহতের ঘটনা এড়াতে দেশটির ক্যারিবিয়ান উপকূলের উত্তরাঞ্চল থেকে মঙ্গলবার ৪ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট লুইস গুইলের্মো সোলিস এক সংবাদিক সম্মেলনে বলেন, আমরা মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে থাকতে দিব না আমরা এ ঝড়ের আঘাতে মানুষকে মারা যেতে দিব না দক্ষিণাঞ্চলীয় ক্যারিবিয়ান উপকূলীয় কোস্টারিকার বন্দর নগরী লিমন এ নির্দেশের আওতামুক্ত ছিল নগরীটিতে প্রায় ৬০ হাজার মানুষের বাস গতকাল বুধবার হারিকেনের প্রভাবে এ নগরীর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে মধ্য আমেরিকার দরিদ্রতম দেশ নিকারাগুয়ায় একটি জাতীয় ইস্যু জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে নিকারাগুয়ার বেসামরিক জাহাজগুলোকে বন্দরে ভেরার নির্দেশ দেয়া হয়েছে আজ বৃহস্পতিবার ঝড়টি নিকারাগুয়ার রাজধানী ম্যানাগুয়ার পাশ দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com