শিরোনাম: |
মিমের ‘দাগ’ শেষ হচ্ছে...
|
‘দাগ’ ছবি প্রসঙ্গে আলাপকালে মিম বলেন, ‘দাগ’-এ তার চরিত্রের নাম সোহানা, যিনি একজন চিত্রশিল্পী। একজন চিত্রশিল্পীর ছবি আঁকা, তার বেশভূষা, চলাফেরার মধ্যে আলাদা অভিব্যক্তি কাজ করে, যা আমাকে পর্দায় ফুটিয়ে তুলতে হচ্ছে। আশা করছি ভালো কিছুই হবে। এদিকে অনন্য মামুন পরিচালিত বাপ্পী-মিমের ‘আমি তোমার হতে চাই’ সম্প্রতি সেন্সর পেয়েছে। ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বাপ্পীর মামলার কারণে পিছিয়ে গেছে। অন্যদিকে মিমের হাতে আরও রয়েছে সৈকত নাসিরের ‘পাষাণ’। ছবিটিতে তার বিপরীতে আছেন কলকাতার ওম। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিম বলেন, বেশ কিছু ছবিই হাতে রয়েছে। তবে এর মধ্যে ‘দাগ’-এর শুটিং টানা হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে। ছবিটিতে আমি বেশ ভিন্নধর্মী চরিত্রে কাজ করছি। এমন চরিত্রে আগে কাজ করিনি। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার। এছাড়াও একটি বিজ্ঞাপনের শুটিংও হওয়ার কথা ডিসেম্বরে। |