শিরোনাম: |
সারা জীবনে কাদের শয্যাসঙ্গীর সংখ্যা বেশি?
|
![]() সমীক্ষাতে অংশগ্রহণকারী নারীদের মধ্যে একের বেশি যৌনসঙ্গী নেই, এমন মেয়েদের হার ১৭ দশমিক সাত শতাংশ। কিন্তু একটি মাত্র যৌনসঙ্গীতে খুশি এমন পুরুষদের ক্ষেত্রে সেই হার ১১ দশমিক দুই শতাংশ। অন্য দিকে, বাকি ২৮ দশমিক তিন শতাংশ পুরুষই জানান তাদের জীবনে যৌনসঙ্গীর সংখ্যা ১৫-র অধিক। এ ক্ষেত্রে আবার নারীরা অনেকটাই পিছিয়ে। একাধিক যৌনসঙ্গী রয়েছে এমন নারীদের হার মাত্র ১২ দশমিক নয় শতাংশ। সমাজমাধ্যমে পাওয়া এই সমীক্ষার ফলাফল দেখে মোটেই খুশি নয় পুরুষদের একাংশ। তাদের কারও মতে, 'এই হার দেখে আমি অবাক! এই সমীক্ষা ভিত্তিহীন।' আবার কারও মতে, 'মেয়েরা পিছিয়ে রয়েছে এমন কথা তারা নিজে মুখে বললেও তা বিশ্বাস করা কঠিন।' তৃতীয় জনের বক্তব্য, 'যাদের যৌনসঙ্গীর সংখ্যা একটিই, এই সমীক্ষা কী তাদের ছোট করার জন্য?' তবে এই প্রথম নয়, ২০১৭ সালের একটি সমীক্ষা থেকে উঠে এসেছিল আরো নানা তথ্য। যেমন, পূর্ণবয়স্ক স্বাভাবিক জীবন যপনে অভ্যস্ত নারী বা পুরুষরা বছরে ৫৪ বার যৌনতায় লিপ্ত হন। |