ফিফার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি
Published : Tuesday, 28 February, 2023 at 4:29 PM, Count : 943

বর্তমান ডেস্ক: ফুটবল বিশ্বে এই সময়ের সেরা কোচ আর্জেন্টাইন লিওনেল স্কালোনি জিতে নিলেন ফিফা বর্ষসেরা সেরা কোচের পুরস্কার। এই পুরস্কার প্রাপ্তিতে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি ও ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকে। তিন যুগের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি পেলেন অনেক বড় স্বীকৃতি।

প্যারিসে সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে স্কালোনির নাম ঘোষণা করা হয়। প্রথমবারের মতো ফিফা পুরুষ বর্ষসেরা কোচ হলেন তিনি।

২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় কালে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। দিদিয়ে দেশম ও ওয়ালিদ রেগরাগিকে বাদ দিয়ে তিন জন চূড়ান্ত ফাইনালিস্টের নাম ঘোষণা করে ফিফা।

স্কালোনির কোচিংয়ে গত কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তারা পায় বিশ্ব জয়ের স্বাদ, নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো। এদিন বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড  দলের কোচ স্যারিনা ভিগমান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft