শিরোনাম: |
ফ্রন্ট লাইনার ও বয়স্করা এ মাসেই বুস্টার ডোজ পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
|
![]() স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা ফ্রন্ট লাইনে কাজ করেন এবং যারা বয়স্ক তারা অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের মধ্যে বুস্টার ডোজ পাবেন। বাকিরা পরবর্তী সময়ে পাবে।’ এছাড়া যারা এখনও টিকা নেননি তাদের টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের টিকা দেয়াটাও সরকারের অগ্রাধিকার তালিকায় বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে সারাদেশে আড়াই হাজার বুথ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে আরও ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এসব বুথ করা হয়ে গেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও সহজ হবে বলেও জানান তিনি। |