ফুলবাড়ীতে `লুমেলিসা'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Published : Sunday, 19 February, 2023 at 1:55 PM, Update: 19.02.2023 6:24:44 PM, Count : 1088

ফুলবাড়ী সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে বে-সরকারী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ”লুমেলিসা” এর উদ্যোগে দরিদ্র ও প্রতিবন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার সুজাপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। লুমেলিসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মহসীন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক ফজলুর কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) অধ্যপক ছাইয়েদুল হক, লুমেনিসার সাধারন সম্পাদক ডাক্তার মুশফিকুর রহমান চৌধুরী লিও প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগে স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবীর বলেছেন, উন্নত রাষ্ট্র ও সমাজ গঠন করতে হলে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। লেখাপাড়া ছাড়া কোন জাতী উন্নতি করতে পারেনা, এজন্য সবার দায়িত্ব ছেলে মেয়েদের শিক্ষত করে গড়ে তোলা।

বে-সরকারী সংস্থা লুমেলিসার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে চার’শ দরিদ্র ও প্রতিবন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft