বুধবার ৬ নভেম্বর ২০২৪ ২১ কার্তিক ১৪৩১
নরসিংদীতে সংবর্ধনা নেয়ার সময় ভূয়া ম্যাজিস্ট্রেট আটক, তিন মাসের সাজা
Published : Thursday, 23 May, 2024 at 6:00 AM, Update: 23.05.2024 10:39:50 PM, Count : 281

তারেক পাঠান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটের সংবর্ধনা নেওয়ার সময় ভুয়া ম্যাজিস্ট্রেটের অভিযোগে জুয়েল হাসান (৩৫) নামে একজন আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে কলেজে ৪১তম বিসিএসে নব-নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট হিসেবে সংবর্ধনা নেওয়ার সময় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক তাকে আটক করেন।

আটককৃত জুয়েল হাসান মাধবদীর নুরালাপুর ইউনিয়নের আলগির চর গ্রামের মো: আবু তালেবের ছেলে। তিনি মাধবদী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী। এ সময় মোবাইল কোর্ট বসিয়ে তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক। তিনি জানান, ওই কলেজের সভাপতি আমাদের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম স্যার। আজকে কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়ার হয়। তারই ধারাবাহিকতায় জুয়েল হাসান ৪১তম বিসিএসে নবনিয়োগকৃত ম্যাজিস্ট্রেট হিসেবে সংবর্ধনা নিতে আসেন। এ সময় জুয়েলের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পোর্টালে ৪১তম বিসিএস এর গ্যাজেটসহ সরেজমিন তদন্ত করি। এতে ভুয়া পরিচয় দানকারী জুয়েলের আসল পরিচয় উন্মোচিত হয়।

তিনি বলেন , ভূয়া ম্যাজিস্ট্রেট জুয়েল হাসান এর কাছে একটি ভূয়া আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ ব্যাচ, একটি জাল গ্যাজেটের কপি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে বেশ কিছু সংখ্যক ভূয়া সিভি, বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের মোবাইল নাম্বারসহ লিস্ট, পাসপোর্ট এর কপি এবং ড্রাইভিং লাইসেন্স এর কপি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাধবদী থানার সহায়তায় আটক করা হয় এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত সংশ্লিষ্ট আইনে তিন মাসের সাজা দিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft