শিরোনাম: |
রুশ সেনা মুক্ত পূর্বাঞ্চলীয় শহর লিম্যান: ইউক্রেন
|
![]() ইউক্রেনের সেনাবাহিনী লিম্যানে প্রবেশের কথা জানিয়েছে। এটি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত ও গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র। এদিকে লিম্যান পুর্নদখলের খবর সংবাদ মাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। জেলেনস্কি তার রোববারের সান্ধ্য ভাষণে বলেছেন, আমাদের সেনাবাহিনীর সফলতা কেবল লিম্যানেই সীমিত থাকবে না। এর আগে তিনি সপ্তাহের মধ্যে দনবাস অঞ্চলের আরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছিলেন। |