শিরোনাম: |
সা রে গা মা সিজন ৯ চ্যাম্পিয়ন খুদে জেটসিন দোহনা লামা
|
![]() জেটসিন বিজয়ীর ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকাও পুরস্কার জেতে। সারে রে গা মা পা লিটল চ্যাম্পের মঞ্চে জয়ের ট্রফি হাতে নিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এই খুদে গায়িকা। ট্রফি জিততে পেরে খুদে গায়িকা বলেন, আমার স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। সত্যি বলতে, এই প্রতিযোগিতা খুবই কঠিন ছিল। কারণ এই সিজনে আসা সব প্রতিযোগী খুব প্রতিভাবান ছিল এবং আমি সত্যিই কৃতজ্ঞ যে, আমি এ ধরনের প্রতিভাবানদের সঙ্গে মঞ্চ শেয়ার করার সুযোগ পেয়েছি। এই সিজন ৯-এর এই সফরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা আমায় সমর্থন করেছেন। এখন আমি আমার গানের নতুন সফর শুরু করার অপেক্ষায় রয়েছি। |